
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাবর আজমের দল। চাপ সামাল দিতে লড়ছেন দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
বুধবার (৩০ আগস্ট) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে ভালো শুরুর আভাস দেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তবে নেপালের পেসার কারান কেসির বলে উইকেটরক্ষক আসিফের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২০ বলে খেলে ১৪ রান তুলেন এই বাঁহাতি ব্যাটার। এরপর রান আউটে কাটা পড়েন ফর্মের তুঙ্গে থাকা ইমাম-উল হক। সোমপালের করা ষষ্ঠ ওভারের প্রথম বলে মিড অফে ঠেলে দিয়ে রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরে যান ইমাম। বিদায়ের আগে ১৪ বলে ৫ রান করেন তিনি।
২৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান খানিকটা চাপে পড়ে যায়। তবে দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চাপ সামাল দিচ্ছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান। রিজওয়ান ব্যাট করছেন ২৪ রান করে আর অধিনায়ক বাবর আজম ব্যাট করছেন ১৬ রানে।
/আরআইএম
Leave a Reply