দেশে ফিরছেন মুশফিক দেশে ফিরছেন মুশফিক


ছবি: সংগৃহীত

সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। শনিবার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে কলম্বো ছাড়ার কথা রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।

১৫ সেপ্টেম্বর ভারত ম্যাচের আগে আবারও দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। মুশফিকের পারিবারিক এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। তবে তার বিকল্প হিসেবে কাউকে দলে নেয়া হবে কি-না সেই বিষয়ে এখনো নিশ্চিত করেনি বিসিবি।

তাই সবকিছুই নির্ভর করছে সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ওপর। মিডল অর্ডারে টাইগারদের বড় ভরসার নাম মুশফিক।  এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ এক ফিফটিতে ১০২ রান। পাকিস্তানের বিপক্ষে লাহোরে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিক। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। 

এর আগে এশিয়া কাপ চলাকালে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে নিজ দেশে ফিরে যান ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

/আরআইএম 





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*