দাবা বিশ্বকাপ অতীত, এশিয়ান গেমসের প্রস্তুতি সারতে কলকাতায় আসছেন প্রজ্ঞানন্দ সহ একাধিক দাবাড়ু


শুভব্রত মুখার্জি: আজারবাইজানের রাজধানী বাকুতে সবেমাত্র শেষ হয়েছে ফিডে আয়োজিত দাবা বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন ভারতীয় নবীন তারকা রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফাইনালে নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও হারতে হয় তাঁকে। সেই সব কিছুকে এখন পিছনে ফেলে দিয়ে তাঁর লক্ষ্য এশিয়ান গেমস। আসন্ন হাংঝাউ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। আর সেই লক্ষ্যেই কলকাতাতে আসবেন তিনি। কলকাতাতে প্রস্তুতি সারবেন প্রজ্ঞানন্দ। তবে তিনি একা নন তাঁর সঙ্গে কলকাতাতে প্রস্তুতি শিবিরে আসছেন গ্রান্ডমাস্টার ভিডিট গুজরাঠি, অর্জুন এরিগেসি, আর গুকেশ, অভিজ্ঞ পেন্টালা হরিকৃষ্ণ।

সদ্য শেষ হওয়া দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো চার সদস্য খেলতে চলেছেন এশিয়া কাপে। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের সদস্য এই পাঁচ জন। কলকাতাতে তাদের একটি চারদিনের শিবির হবে। যাকে মূলত ট্যাকটিক্যাল শিবির বলা হচ্ছে। ৩০ অগস্ট থেকে শুরু হবে এই শিবির। দলের নেতৃত্ব দেবেন কিংবদন্তি গ্রান্ডমাস্টার বরিস গেলফ্যান্ড। এছাড়াও রয়েছেন কোচ শ্রীনাথ নারায়ণ, সহকারী কোচ বৈভব সুরি এবং অর্জুন কল্যান। অন্যদিকে মহিলাদের প্রস্তুতি শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে মেয়েদের এই শিবির।

এই শিবিরে রয়েছে কোনেরু হাম্পি, হরিকা ড্রোনাভাল্লি, বৈশালি রমেশবাবু, ভন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী বি। অল ইন্ডিয়া চেজ ফেডারেশনের সভাপতি সঞ্জয় কাপুর জানিয়েছেন, ‘এআইসিএফের তাদের ক্রীড়াবিদদের প্রতি দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বকে মাথায় রেখেই এই প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা আমাদের ক্রীড়িবিদদের সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর। এই প্রস্তুতি শিবির সেই নিষ্ঠার পরিচায়ক। এখানে স্ট্র্যাটেজি, অভিজ্ঞতা সবকিছু নিয়েই আলোচনা হবে। এশিয়ান গেমসের আগে ক্রীড়াবিদদের সামর্থ্য বৃদ্ধিতেই আমাদের এই উদ্যোগ।’ এশিয়ান গেমসের আগে অবশ্য খেলা হবে টাটা স্টিলের দাবা প্রতিযোগিতা। ৩১ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এশিয়ান গেমসের ভারতীয় দলে থাকা সমস্ত দাবাড়ুই এই টুর্নামেন্টে খেলবে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*