দলবদলের শেষ দিনে সালাহকে পেতে মরিয়া আল ইত্তিহাদ; বার্সা ছেড়ে ব্রাইটনে ফাতি


ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। ট্রান্সফার ডে’র শেষ দিনে হতে পারে বড় তারকাদের দলবদল। লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে নিতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদির ক্লাব আল ইত্তিহাদ। এদিকে, আনসু ফাতি বার্সেলোনা ছেড়ে যোগ দেবেন ব্রাইটনে। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটে শেষ মুহুর্তে দলে পেতে চায় মরক্কোর তারকা মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতকে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। শেষ দিন অর্থাৎ ডেট লাইন ডে-তেও হতে যাচ্ছে বড় কিছু দলবদল। এবার সৌদি প্রো লিগের দল গুলো বারবার হানা দিচ্ছে ইউরোপের ক্লাবগুলোর সাজানো সংসারে। দলবদলের শেষ দিনে লিভারপুলের ঘর ভাঙ্গতে উঠে পড়ে লেগেছে আল ইত্তিহাদ। বেনজেমার মতো তারকাকে নেবার পর এবার লিভাপুল তারকা মোহাম্মদ সালাহকে নিতে ১১৮ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফির প্রস্তাব দিয়েছে ক্লাবটি। তাছাড়াও মিশরিয় এই তারকার জন্য অপেক্ষা করছে লোভনীয় বেতনও।

ডেড লাইন ডেতে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন স্প্যানিশ তরুন ফরোয়ার্ড আনসু ফাতি। জাভির আস্থা হারানো এই ফরোয়ার্ডকে এক বছরের জন্য ধারে ডেরায় ভেড়াতে বার্সেলোনার সাথে সমোঝোতায় পৌছেছে ইংলিশ লিগের ক্লাব ব্রাইটন।

ম্যানচেস্টার ইউনাইটেডও প্রস্তুত দলবদলের শেষ দিনে। মরক্কোর হয়ে কাতার বিশ্বকাপ মাতানো মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতকে পেতে চায় ইংলিশ জায়ান্টরা। প্রথমে ধারে নিতে চাইলেও আমরাবাতের ক্লাব ফিওরেন্তিনা সাফ জানিয়েছে স্থায়ীভাবেই কেবল আমরাবাতকে ছাড়বে তারা। তাইতো ডেটলাইন ডেতে আমরাবাতের জন্য নতুন প্রস্তাব দেবে রেড ডেভিলরা।

দলবদলের শেষ দিনে নতুন মিডফিল্ডার নেবার চেষ্টা করবে জায়ান্ট লিভারপুলও। বায়ার্ন মিউনিখের ডাচ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চকে নেবার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবার কথা রয়েছে অলরেডদের। এছাড়াও সৌদি লিগের ক্লাব আল ইত্তিফাক পিএসজির আরেক ডাচ মিডফিল্ডার ওয়াইনালডামের জন্যও প্রস্তাব দিয়েছে শেষ মুহুর্তে। এদিকে বায়ার্ন মিউনিখ থেকে ফ্রান্সের রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ডকে দলে নিয়েছে ইন্টার মিলান।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*