তাসকিন সবাই সবার সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: তাসকিন


ছবি: সংগৃহীত

এশিয়া কাপ খেলতে আজ (২৭ আগস্ট) সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিমান ধরেছে সাকিব আল হাসানের দল। বিমানবন্দরে তাসকিন আহমেদ জানিয়েছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দেশ ছাড়ছেন তারা।

এশিয়া কাপে খেলতে শ্রীলঙ্কার পথে উড়াল দিতে সবার আগে বিমানবন্দরে টাইগার হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। সাথে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ কোচিং স্টাফের বাকিরা। এরপর শামীম পাটোয়ারী-তানজিদ তামিমের মতো তরুণরা। মুশফিক এসেছেন একাই। আরও আছেন নাসুম-শেখ মাহেদীরা। ভিআইপি দিয়ে ভেতরে ঢোকায় ফ্রেমবন্দী করা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে।

সবার শেষে টাইগার পেসার তাসকিন আহমেদ। ক’দিন আগেই বাবা হয়েছেন এই ‘স্পিডস্টার’। দলের প্রতিনিধি হয়ে যাবার বেলায় জানালেন লক্ষ্যের কথা। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত পারফরমেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি এবং দল হিসেবে ভালো করতে পারি।

এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি টাইগাররা। এবার কি পারবে? তাসকিনের উত্তর বদলায়নি, সবাই মিলে জ্বলে উঠতে পারলে ট্রফি হাতেই দেশে ফেরার প্রত্যাশা টাইগার পেসারের, চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে, ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই সবার সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

তবে সফরের শুরুতেই ধাক্কা টাইগার ওপেনার লিটন দাসের অসুস্থতা। জ্বরের জন্য দলের সাথে যেতে পারেননি তিনি। আর টিকিট না পাওয়ায় একদিন পর যাবেন এবাদতের বদলি হিসেবে দলে ডাক পাওয়া তরুণ পেসার তানজিম সাকিব।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*