তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা


ছবি: সংগৃহীত

নানান জল্পনা-কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮.১৫ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়।

এবারের বিশ্বকাপে ৮টি দল বেছে নেয়া হয়েছে ওয়ানডে সুপার লিগ দিয়ে। সেখানে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের তিন নম্বরে। টাইগারদের এমন দাপুটে পারফরমেন্সের পর অনেকেই আশাবাদী ছিলেন, বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা দলটাই যাচ্ছে এবার। যদিও বিশ্বকাপ যত ঘনিয়ে আসতে থাকে, তত বাড়তে থাকে নাটকীয়তা। শেষদিকে তো রীতিমত ঝড়ই বয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে। এরপর প্রশ্ন উঠতেই পারে, স্কোয়াড যতই শক্তিশালী হোক, মানসিক এসব ধকল সামলে বাংলাদেশ কি আদৌ পারবে নিজেদের সেরা বিশ্বকাপ উপহার দিতে?

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

বিস্তারিত আসছে…

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*