ডেলিভারিম্যান থেকে বিশ্বকাপের ইতিহাসে পল মিকেরেন


বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর পরে হাস্যোজ্জ্বল পল ভ্যান মিকেরেন। ছবি: সংগৃহীত

পল ভ্যান মিকিরেন, ২০২০ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে কাজ করেছেন খাবার ডেলিভারিম্যানের। সেখান থেকেই বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লেখালেন এই ক্রিকেটার। বিশ্বকাপে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে গতকাল প্রথম জয় পেয়েছে ডাচরা। যেখানে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বোলারের।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই বোলারের। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল খেললেও টাকার অভাবে দলে জায়গা হয়নি তার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দেয়া এক তথ্যে বলা হয়েছে, কোভিড চলাকালীন উবার ইটসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেছেন পল ভ্যান মিকিরেন। পর্যাপ্ত টাকা না থাকায় খেলতে পারেননি জাতীয় দলের হয়ে। যেহেতু জাতীয় দলের হয়ে খেলার জন্য খুব বেশি অর্থ তার ছিল না, তাই গ্লাউচেস্টারশায়ারের হয়ে খেলার জন্য সাইন আপ করেন তিনি। যে কারণে কোয়ালিফাই মিস করে বিশ্বকাপে দলের হয়ে খেলতে পারেননি তিনি।

তবে সম্প্রতি গ্লাউচেস্টারশায়ার থেকে রিলিজ পেয়েছেন তিনি। ফলে আবারও পূর্ণ-সময়ের জন্য পেশাদার ক্রিকেটার হিসাবে নিজেকে চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে তার জন্য।

২০২০ সালে ডেলিভারিম্যান হিসেবে কাজ করা এই বোলার তার ইন্সটাগ্রাম আইডিতে এক টুইটে লেখেন, খেলা চালিয়ে যাওয়াই উচিত ছিল আমার। শীতের এই সময়টায় টিকে থাকার জন্য উবার ইটসে ডেলিভারির কাজ করছি। ভাবতে অবাক লাগে, কীভাবে সময় বদলায়।

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পল ভ্যান মিকেরেনের ইন্সটাগ্রামে পোস্ট দেয়া টুইটের ছবি

ইএসপিএন ক্রিকইনফো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পল ভ্যান মিকিরেনের পুরনো টুইটটা শেয়ার করে লিখেছে, ২০২০ সালে খাবার ডেলিভারি করতেন। ২০২৩ সালে ইতিহাস ডেলিভারি করছেন।

/এমএইচ





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*