
ছবি: সংগৃহীত
আকস্মিকভাবে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সব ম্যাচের জন্য নয়। কেবল মাত্র ভারত-পাকিস্তান ‘ক্রিকেট ক্ল্যাসিকো’ ম্যাচেই থাকছে এই রিজার্ভ ডে। যা নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন চান্দিকা হাথুরুসিংহে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও। কলম্বোতে বেরসিক বৃষ্টির কারণে প্রায় সবগুলো ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এমন খবর জানার পর ভারত-পাকিস্তান ম্যাচে যুক্ত করা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যেখানে রিজার্ভ ডে থাকছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এমন সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ হাথুরুসিংহে। অতিরিক্ত দিন পেলে খুশি হতেন বলে জানান বাংলাদেশের প্রধান কোচ।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে হাথুরুসিংহে বলেন, আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধি নিয়ে একটা টেকনিক্যাল কমিটি আছে। তাই তো কোনো কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকবে। এটা ঠিক নয়। কারণ, আমরাও একটা অতিরিক্ত দিন চাইতে পারি। এ ছাড়া এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কারণ, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
বাংলাদেশ কোচ আরও বলেন, একবার যখন সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে, আমাদের বেশি কিছু বলার নেই। বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আগে আলোচনা করলে এ নিয়ে মতামত দিতে পারতাম। এই সিদ্ধান্ত যখন নেয়াই হয়ে গেছে, আমার এ নিয়ে কোনো চিন্তা নেই…টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করার এ ঘটনা আমি অন্য কোনো টুর্নামেন্টে দেখিনি।
/আরআইএম
Leave a Reply