টিম হোটেলের নিরাপত্তারক্ষীদের ডেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন


ছবি: সংগৃহীত

টানা দুই হারে বিপর্যস্ত যখন বাংলাদেশ দল তখন ভারতের পুনেতে লিটন দাসের অসদাচরণের শিকার হয়েছেন সাংবাদিকরা। সংবাদের সন্ধানে হোটেলে অপেক্ষায় থাকা বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের লিটন বের করে দিয়েছেন নিরাপত্তারক্ষী ডেকে। লিটন দাসের এমন অপেশাদার আচরণে বিস্মিত গণমাধ্যমকর্মীরা।

আগামী ১৯শে অক্টোবর বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি খেলতে পুনের কনর‍্যাড নামের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন টাইগাররা। আজ সেই হোটেলের সামনে সাংবাদিকদের দেখে ক্ষেপে যান লিটন। রেগে-মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন? হোটেল সিকিউরিটিদের বলেন গণমাধ্যমকর্মীদের বের করে দিতে।

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, খুবই অপেশাদার আচরণ করলেন লিটন দাস। বিশ বছরের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে অনেক ইভেন্ট কাভার করেছি, কোনো বাংলাদেশি ক্রিকেটারকে সাংবাদিকদের সাথে এমন আচরণ করতে কখনও দেখিনি।

অথচ, ভিন্ন মেরুতে অবস্থান করছেন বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারা। তারা কৌতুহলী গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কুশল করছেন। অথচ, লিটন দাস বাজে আচরণের মাধ্যমে যেন তার মাঠের বিরক্তিই তুলে ধরছেন। ওয়ানডে ফরম্যাটে শেষ ৯ ইনিংসে দুটি ফিফটি হাঁকানো লিটন দাস ডাক মেরেছেন দু’বার। এর একটি ‘গোল্ডেন ডাক’। পাঁচ ম্যাচে ছুঁতে পারেননি বিশের কোঠা।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*