
এশিয়া কাপের ‘ডু অর ডাই’ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৩ সেপ্টেম্বর)
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে তিন পরিবর্তন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে গ্রুপ ‘বি’ তে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এরইমধ্যে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সাকিবদের জন্য লাহোরের ম্যাচটি অগ্নিপরীক্ষাই বটে। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ ‘বি’ এর আগামী আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের দিকে। ফলে বড় ব্যবধানে জয়ই সুপার ফোরে ওঠা নিশ্চিত করতে পারে সাকিব বাহিনীর।
টিকে থাকার লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। গত ম্যাচে নিষ্প্রভ থাকা মোস্তাফিজের বদলে দলে ঢুকেছেন হাসান মাহমুদ। এছাড়াও বাদ পড়েছেন শেখ মাহাদী ও গত ম্যাচে অভিষিক্ত তানজীদ হাসান তামিম। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী।
Leave a Reply