
Champions League 2021-22 ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গ্রুপ পর্বের ম্যাচ খেলা শেষ হয়ে গেছে। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের দল আপতত নকআউট পর্বে উঠেছে। এবং আপনাদেরকে জানাই যে এবছর উঠতে পারেনি এবার বার্সালোনা। কিন্তু এবছর পিএসজি অর্থাৎ মেসির দল ও ম্যানচেস্টার ইউনাইটেড দুজনায় কিন্তু নকআউট পর্বে উঠেছে। যেখানে আজ আপনাদেরকে জানাতে চলেছি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দল উঠতে পেরেছে তবে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের নিচে কমেন্টে জানান।
চ্যাম্পিয়ন্স লিগের ‘গ্রুপ এ’ থেকে উঠেছে ম্যানচেস্টার সিটি এবং দ্বিতীয় নম্বরে প্যারিস সেইন্ট-জার্মেইন। গ্রুপ-বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল এবং দ্বিতীয় নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। গুরুপ সি থেকে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাজাক্স এবং দ্বিতীয় নম্বরে স্পোর্টিং ক্লাব। গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ এবং তার সাথে সাথে ইন্টার মিলান উঠেছে। ‘গ্রুপ ই’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ এবং দ্বিতীয় নম্বরে বেনফিকা। ‘গ্রুপ এফ’ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ এবং দ্বিতীয় নম্বর ভিলারিয়াল উঠেছে। ‘ গ্রুপ জি’ থেকে লিলি এই দলটি চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ এবং দ্বিতীয় নম্বরে আরবি স্যাল বুরুজ উঠেছে। গ্রুপ এইচ থেকে জুভেন্তাস গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় নম্বরে উঠেছে চেলসি।
Leave a Reply