চলছে বিদায়ী ম্যাচের প্রস্তুতি, কবে কোর্টে ফিরবেন নাদাল? কী ইঙ্গিত দিলেন রাফার কাকা?


শুভব্রত মুখার্জি: বর্তমান লন টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল। গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরীখে নোভাক জকোভিচের (২৪) পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন নাদাল (২২)। তবে সাম্প্রতিক সময়ে তিনি চোটের কারণে একেবারেই খেলতে পারছেন না। গত মে মাসে চলতি বছরের ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন তিনি। চোটের কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হন বলা যেতে পারে। ২০০৪ সালের পরে এই প্রথমবার রোলাঁ গারোর লাল সুড়কির কোর্টে শিরোপা জয়ের লড়াইয়ে নামতে পারেননি তিনি। এরপর অপারেশনও করা হয়েছে তাঁর। বর্তমানে রিহ্যাবে রয়েছেন তারকা। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে খুব শীঘ্রই কোর্টে রাফায়েল নাদালকে যে দেখা যাবে সেই বিষয়টি নিশ্চিত করেছেন নাদালের কাকা টনি নাদাল।

সম্প্রতি বার্সেলোনাতে নাদালের অপারেশন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান নাদাল। তারপরেই তাঁর অপারেশন করা হয়। দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হারের পর থেকে আর কোর্টে নামেননি নাদাল। নাদাল ইতিমধ্যেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ২০২৪ এটিপি ট্যুরে তাঁর শেষ বছর হতে পারে। যদিও কবে কোর্টে ফিরছেন নাদাল সেই তারিখের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা সম্ভব হয়নি তাঁর টিমের পক্ষ থেকে। নভেম্বর মাসে রয়েছে ডেভিস কাপের ফাইনাল। স্পেনের অধিনায়ক ডেভিড ফেরার জানিয়েছেন যদি স্পেন ডেভিস কাপের ফাইনালে উঠতে পারে তবে ফাইনালেই কোর্টে প্রত্যাবর্তন ঘটতে পারে ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার।

২০১৭ সাল পর্যন্ত ভাইপো রাফায়েল নাদালকে কোচিং করিয়েছেন কাকা টনি নাদাল। তিনি জানিয়েছেন, ‘রাফা এই মুহূর্তে ভালো রয়েছে। ও ধীরে ধীরে সেরে উঠছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের মধ্যে দিয়েই ফের কোর্টে ফিরতে পারেন রাফায়েল নাদাল।’ উল্লেখ্য ২০২২ সালে দুবারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী রাফায়েল নাদাল চোট সারিয়ে কোর্টে ফিরেছিলেন মেলবোর্ন পার্কেই। সেবারের অস্ট্রেলিয়ান ওপেনে জিতেও ছিলেন তিনি। তার পরবর্তী সময়েই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরে যান নাদাল। অন্যদিকে সমর্থকরা মুখিয়ে রয়েছেন ফের একবার কোর্টে নোভাক জকোভিচ বনাম রাফায়েল নাদাল লড়াই দেখার জন্য। টনি নাদালের গলায় নোভাকের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে। তবে নাদাল না নোভাক কে সেরা তা বলা যে খুব কঠিন তাও একবাক্যে মেনে নিয়েছেন তিনি।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*