
বিপিএল 2022 এ 9 তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম বনাম খুলনা যেখানে 28 শে জানুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী 1:30 এই ম্যাচটি আপনারা দেখতে পাবেন। যেখানে আজ আমরা এখানে আলোচনা করতে চলেছি যে এই ম্যাচে কে জিততে পারে। তার আগে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান যে এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি।
বিপিএল 2020 এর চট্টগ্রাম বনাম খুলনা আপাতত পয়েন্ট টেবিল যদি আপনারা দেখে থাকেন তাহলে দু নম্বর স্থান আছে চট্টগ্রাম যেখানে তিনটি ম্যাচ খেলে 4 পয়েন্ট পেয়েছে। অন্যদিকে খুলনা 4 নম্বর টেবিলে আছে যেখানে দুটি ম্যাচ খেলে তারা 2 পয়েন্ট পেয়েছে। অবশ্য এইখানে কিন্তু চট্টগ্রামে এগিয়ে আছে এবং আমার মতামত বলছে অবশ্যই ম্যাচটি কিন্তু চট্টগ্রাম জেতার সম্ভাবনা বেশি রয়েছে। খাতা-কলমে অবশ্যই চট্টগ্রামে এগিয়ে থাকলেও ম্যাচটি কিন্তু অবশ্যই অন্যতম সেরা হতে চলেছে ।
Leave a Reply