কেন বিশ্বকাপ জয়ের পরে PSG-তে কোনও স্বীকৃতি পাননি মেসি? এবার মুখ খুললেন LM10


আর্জেন্তিনার বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক লিওনেল মেসি বলেছেন যে তিনি ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে এখনই কিছু ভাবেননি। ২০২৬ সালের বিশ্বকাপটি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা দ্বারা আয়োজন করা হবে। তবে পরবর্তী বিশ্বকাপে মেসির অংশগ্রহণের বিষয়ে নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কারণ সেই সময়ে মেসির বয়স হবে ৩৯। বৃহস্পতিবার ইউটিউবে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি আর্জেন্তিনার মিডিয়া ব্যক্তিত্ব মিগুয়েল গ্যারাডোসকে বলেন, ‘আমি সেখানে যেতে পারব কিনা জানি না।’ মেসি আরও যোগ করে বলেছেন, ‘আমি এখনও এটি নিয়ে ভাবছি না কারণ এটা অনেক দূরের বিষয়।’

আপাতত, মেসি বলেছেন যে তিনি ২০২৪ ইউএস-আয়োজক কোপা আমেরিকা টুর্নামেন্টের দিকে মনোনিবেশ করছেন। মেসি বলেছেন, ‘কোপা আমেরিকার পর দেখা যাবে, এটা নির্ভর করবে আমি তখন কেমন অনুভব করছি।’ তিনি বিশ্বকাপ নিয়ে আরও বলেন, ‘এখনও তিন বছর বাকি আছে।’ গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্তিনার নেতৃত্ব দিয়েছিলেন মেসি, ম্যাচ জয়ের নায়কও ছিলেন তিনি। এই সাক্ষাৎকারে, তিনি কাতারে ২০২২ বিশ্বকাপের শীর্ষে থাকার পরে তার প্রাক্তন ফরাসি ক্লাব পিএসজি নিয়ে নিজের হতাশার কথা বলেছেন। লিওনেল মেসি দাবি করেছিলেন যে তিনিই তার আর্জেন্তিনার সতীর্থদের মধ্যে একমাত্র যিনি তাঁর ক্লাব থেকে ‘কোন স্বীকৃতি পাননি।’ মেসি বলেন, ‘(আর্জেন্তিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ, আমাদের (আর্জেন্তিনা) কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

এরপরে প্রশ্ন করা হয় মেসি কি কখনও পিএসজিতে থেকে চলে যাওয়ার কথা চিন্তা করেছিলেন? এর উত্তরে আর্জেন্তাইন অধিনায়ক বলেছেন, ‘এরকমই হয়েছে। আমি যা আশা করেছিলাম, সেটা হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যে কোনও কিছু কোনও না কোনও কারণেই ঘটে থাকে। আমি যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন।’

মেসি তাঁর প্যারিসে কাটানো বছর সম্পর্কে বলেছেন, ‘আমি যা আশা করেছিলাম তা হয়নি তবে আমি সবসময় বলেছি যে জিনিসগুলি একটি কারণে ঘটে।’ ৩৬ বছর বয়সি যোগ করে বলেছেন যে, ‘সেখানে ভালো ছিলাম না।’ সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ইতিমধ্যেই বহুবার বলেছেন যে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলতে ফ্লোরিডায় যাওয়ার আগে তিনি পিএসজিতে অসন্তুষ্ট ছিলেন। আরও একটি বিষয়ে কথা বলেছেন মেসি। লিও জানিয়েছেন যে তিনি আরও একটি সন্তান চান। তাঁকে প্রশ্ন করা হয়, আরও একটি সন্তান চান কি না? মেসি জবাবে বলেন, ‘আমি ও আন্তোনেল্লা এখন চেষ্টা করছি না। তবে বলতে পারছি না। দেখা যাক কোনও কন্যা সন্তান আসে কি না।’ মেসি এবং আন্তোনেল্লার তিনটি পুত্র সন্তান রয়েছে। ১০ বছরের থিয়াগো, ৭ বছরের মাতেয়ো ও ৫ বছরের সিরো।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*