কলম্বোয় ছন্দে ফিরতে পারবে তো টাইগাররা?


ছবি: সংগৃহীত

লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খুঁজে পাওয়া ছন্দ আবার সেখানেই হারিয়েছে বাংলাদেশ। কলম্বোয় ফিরে তা খুঁজে পাবে সাকিব বাহিনী? বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লাহোর থেকে চ্যাটার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে টাইগাররা। আগের দিন ম্যাচ হারলেও সপ্রতিভই দেখা গেল মিরাজদের।

বাংলাদেশের সাথে একই ফ্লাইটে কলম্বো পৌঁছায় পাকিস্তান আর শ্রীলঙ্কাও। ভারত ছাড়া এই তিন দলই উঠেছে সাগর তীরের সিনেমান গ্রান্ড হোটেলে। টিম বাসে না থাকলেও, পরে দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব। কলম্বো এয়ারপোর্ট থেকে ৩৬ কিলোমিটার দূরের সিনেমন গ্র্যান্ড হোটেলে বাংলাদেশের টিম বাস এসে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক পরপরই। নিক পোথাস অ্যালান ডোনাল্ডের পরই নামেন হাস্যোজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। এরপর একে নামতে দেখা যায় নাইম, আফিফ, মুশফিক, তাসকিন, শরিফুল, বিজয়, হাসান মাহমুদরা। ম্যাচ হারলেও বড় কোন চিন্তার ভাঁজ দেখা গেলো না তাদের চোখে মুখে। নির্ভার ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

সবার আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক ৫ মিনিট আগে হোটেলে পৌঁছায় স্বাগতিক শ্রীলঙ্কা। এর ঠিক পরেই ম্যাচ অফিশিয়ালসরা পৌঁছান মিনিবাসে। বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও ছিলেন একসাথেই।

বাংলাদেশ দলের ঠিক পরেই এসে পৌঁছায় টিম পাকিস্তান। রিজওয়ান, শাহী, বাবর, হারিসদের চেহারায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। বাংলাদেশকে হারানোর পর এখন তাদের সামনে আবারও চীরপ্রতিদ্বন্দ্বী ভারত।

ভারতীয় দল ছাড়া প্রত্যেকেই উঠেছেন সমুদ্র তীরের সিনেমান গ্র্যান্ড হোটেলে। যেখানে একদিন বিশ্রামের পর শুক্রবার বিকেলে অনুশীলন করবে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুশীলন করার কথা টাইগারদের। তবে টানা বৃষ্টি থাকলে প্রেমাদাসার ইনডোরের অনুশীলনেই সন্তুষ্ট থাকতে হবে সাকিব বাহিনীকে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

/এজেড/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*