
IPL 2021 একদম শেষের পথে যেখানে এখন চারটি দল কোয়ালিফায়ার এর দিকে তাকিয়ে আছে। কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচ কিন্তু অবশ্যই হেরে গেছে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কিন্তু পরবর্তী ম্যাচ টি অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad এই ম্যাচে কোন দল জিততে পারে আপনাদেরকে অবশ্যই জানাবো। যেখানে এই মাসের 3 অক্টোবর খেলা হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে এবং খেলাটি শুরু হবে সন্ধ্যে ৭ঃ৩০ থেকে।
যেখানে আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে দুবাইয়ে কলকাতার নাইট রাইডার্স হেরেছে। তার কারণ তাদের সেইভাবে কোন বলার ছিল না এবং দলে অনেকজন চোটের কবলে পড়েছে। কিন্তু পরবর্তী ম্যাচে অবশ্যই কলকাতা চাইবে যে এই ম্যাচটি জিততে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ অ্যাকাউন্ট সেরা ছন্দে নেই। মরণ-বাঁচন ম্যাচে কলকাতা অবশ্য এই ম্যাচটি জেতার সুযোগ বেশি রয়েছে আমার মতামতের। যেখানে কলকাতা নাইট রাইস কালকের ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি তার কারণ কালকের ম্যাচে শোনা যাচ্ছে আবার সবাই ফিরে আসবে আর অন্যদিকে হায়দ্রাবাদের সেই ভাবে প্লেয়ার নেই জেতানোর মত।
Leave a Reply