
IPL 2021 কলকাতা বনাম মুম্বাই মুখোমুখি হতে চলেছে আজ অর্থাৎ 23 শে সেপ্টেম্বর। যেখানে অবশ্যই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই তার কলকাতা নাইট রাইডার্স (KKR) কে জিততে হবে যদি তারা সেমিফাইনালে খেলতে চাই। অন্যদিকে কলকাতা নাইট রাইস এর কাছে সবথেকে কঠিনতম বিপক্ষদল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স । কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ জিতেছিল 2019 সালের ইডেন গার্ডেন মাঠে। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স একটাও ম্যাচ জিততে পারেনি তিনটি ম্যাচের মধ্য। আজকের ম্যাচটি কলকাতা কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ কলকাতা আপাতত ছ নম্বর পজিশনে আছে আটটি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে
অবশ্য দুটি দল শক্তিশালী যদি আপনারা কোন দল এগিয়ে আছে বা কোন দল জিতবে বলে বলা যায়। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম ম্যাচ দুবাই খেলেছিল এবং তারা হেরে গিয়েছিল। আজকের ম্যাচ আবুধাবিতে হবে এই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এর থেকে বেশি রেকর্ড আছে কলকাতা নাইট রাইডার্স এর । যেখানে শেষ ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলিনি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার মত পেলেয়ার তারা যদি ফিরে আসি অবশ্যই আরো শক্তিশালী হবে। অন্যদিকে কলকাতা নেয়ারেস্ট কিন্তু আপাতত দুর্দান্ত ছন্দে আছে বলে মানা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি। আমার মতামতের বলছে কলকাতার নাইট রাইডার্স জিতবে উঠল কলকাতার সাপোর্ট করছ। আপনারাও নিচে কমেন্টে জানান যে কে জিততে পারে।
Leave a Reply