
IPL 2021 কলকাতা বনাম মুম্বাই মুখোমুখি হতে চলেছে আজ অর্থাৎ 23 শে সেপ্টেম্বর। যেখানে অবশ্যই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই তার কলকাতা নাইট রাইডার্স কে জিততে হবে যদি তারা সেমিফাইনালে খেলতে চাই। অন্যদিকে কলকাতা নাইট রাইস এর কাছে সবথেকে কঠিনতম বিপক্ষদল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স । মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার কেমন হতে চলেছে প্রথম একাদশ কে কে থাকতে চলেছে অবশ্যই এখানে আপনাদেরকে জানাবো তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
- কলকাতা নাইট রাইস এর প্রথম একাদশ ঠিকই থাকবে আত্তাছে জেতা দলটি থাকবে- যেখানে ওপেনার হিসেবে শুভমান গিল ও ভেঙ্কটেশ আই আর, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, অ্যান্ড্র রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন,লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।
Leave a Reply