
IPL 2021 রাজস্থানের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স এর দুর্দান্ত জয় মুম্বাই যদি খেলতে প্লে-অফ চায় তাহলে কত রানে জিততে হবে হায়দ্রাবাদের বিপক্ষে। 7 অক্টোবার কলকাতা প্রথম ব্যাট ধরে 171 রান বানায় এবং সেই টার্গেট তুলতে এসে 85 রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়েলস। যেখানে কলকাতার ফাস্ট বোলারদের দাপটে ছারখার হয়ে যায় রাজস্থান রয়েলসের ব্যাটসম্যানরা। কেকেআর 86 রানের বড় জয় পায় এবং তাদের রানরেট চলে যায় +০.০৫৮ এবং তাদের পয়েন্ট টেবিলে আপতত 4 নম্বর স্থানে আছে এবং তাদের পয়েন্ট 14 টি।
আজকের ম্যাচে হায়দ্রাবাদ কে হারাতে এইভাবে হবে মুম্বাই কে অর্থাৎ যেই সমীকরণে মুম্বাই উঠতে পারবে শেষ চারে। টসে জিতে প্রথমে ত মুম্বাই কে প্রথম ব্যাটিং করতে হবে এবং তারা যদি প্রথম বল করে তাহলে তারা আইপিএল থেকে ছিটকে যাবে। শেষে ব্যাট করতে এসে মুম্বাইকে মাত্র দুই ওভারের মধ্যে রান তুলতে হবে তাহলেই মুম্বাই শেষ চারের টিকিট পাকা করতে পারবে। এবং তারা যদি প্রথম ব্যাটিং করে তাদেরকে ২০০ ওপরের রান টার্গেট দিতে হবে এবং হায়দ্রাবাদ কে হারাতে হবে 180 রানে তাহলেই সম্ভব হবে তারা এবছর সেমিফাইনালে ওঠার।
Leave a Reply