এশিয়ান গেমসের আগে সমস্যা পিছু ছাড়ছে না সুনীল ছেত্রীদের, ছাড়পত্র পেলেন না ১২ ফুটবলার


একের পর এক সমস্যা- এশিয়ান গেমসের আগে ভারতীয় ফুটবল দল একেবারে জর্জরিত হয়ে পড়েছে। প্রথমে ক্লাবগুলোর ফুটবলার ছাড়া নিয়ে সমস্যা, তার পর আবার এখন চিনে যাওয়ার ছাড়পত্র নিয়ে জটিলতা। একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে এশিয়ান গেমসের ফুটবল টিমের। এমনিতেই অনেক কষ্টে ক্রীড়ামন্ত্রকের কাছ থেকে এশিয়ান গেমসে খেলতে যাওয়ার ছাড়পত্র জোগাড় করেছিল ফেডারেশন। সবুজ সঙ্কেত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন খোদ ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। কিন্তু এত কাঠখড় পোড়ানোর পরেও একের পর এক বাধার মুখোমুখি হচ্ছে এশিয়ান গেমসে খেলতা যাওয়া পুরুষ ফুটবল দল।

রবিবার বিকেলে চিনের হ্যাংঝুতে রওনা হওয়ার কথা সুনীল ছেত্রীদের। কিন্তু শনিবার রাত ১০টা পর্যন্ত ১২ জন ফুটবলারের এশিয়ান গেমসের ছাড়পত্রই (ই-অ্যাক্রিডিটেশন) এসে পৌঁছয়নি। এই ১২ জন ফুটবলার হলেন— লালচুংনুঙ্গা, চিংলেনসানা সিংহ, জাফর নুরানি, সুমিত রাঠি, স্যামুয়েল জেমস, ভিন্সি ব্যারেটো, আব্দুল রাবেয়া, আয়ুশ ছেত্রী, গুরকিরত সিংহ, ব্রাইস মিরান্ডা, দীপক টাংরি এবং বিশাল যাদব। স্বাভাবিক ভাবেই এই ১২ ফুটবলার কী করবেন, কবে যাবেন, সব কিছু নিয়ে তৈরি হয়েছে তীব্র জট।

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশ নেওয়ার ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়নি। আসলে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুযায়ী দলগত বিভাগে সুযোগ পেতে এশিয়ার মধ্যে প্রথম আটে থাকতে হবে। কিন্তু ভারতীয় ফুটবল দল ছিল ১৮ নম্বরে। একই নিয়মে ২০১৮ এশিয়ান গেমসেও খেলতে পারেনি ভারত। তবে গত এক বছর ধরে ভারতীয় ফুটবলের অনবদ্য পারফরম্যান্স দেখার পরে নরম হয় ক্রীড়মন্ত্রক। সুনীল ছেত্রীরা পরপর তিনটি আন্তর্জাতিক ট্রফিও জিতেছিলেন। সব মিলিয়ে ক্রীড়ামন্ত্রকের উপর চাপও বাড়ছিল। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ খোদ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। ফেডারেনশন কর্তাদের তৎপরতায় অবশেষে এশিয়ান গেমসের জন্য ছাড়পত্র পায় ভারতীয় ফুটবল দল।

তবে এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পাওয়া গেলেও সমস্যা তৈরি হয়েছিল দল গড়তে গিয়ে। কারণ, ক্লাবগুলি ফুটবলার ছাড়তে রাজি হচ্ছিল না। তাদের যুক্তি ছিল, এশিয়ান গেমস ফিফার আন্তর্জাতিক সূচিতে থাকে না। সেই কারণে ফুটবলার ছাড়তে বাধ্য নয় কোনও ক্লাবই। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরাই মূলত খেলে। শুধু তিন জন সিনিয়র ফুটবলার খেলানোর অনুমতি পাওয়া যায়। সেই তিন জনের মধ্যে প্রথমে শুধু সুনীল ছেত্রীকেই পাওয়া গিয়েছিল। পরে সন্দেশ ঝিঙ্গানকেও ছাড়া হয়। তবে স্টিম্যাচ গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধুকে চেয়েছিলেন। সুনীলকে ছাড়লেও বেঙ্গালুরু গুরপ্রীতকে ছাড়েনি। এছাড়াও চিংলেনসানা, লালচুংনুঙ্গা, বিশাল যাদবকেও ক্লাবগুলো ছাড়লে, তাদের দলে নেওয়া হয়। এবং নতুন করে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করা হয়। তার পরেও ফের সমস্যায় পড়েছে স্টিম্যাচের দল। এক ফেডারেশন সভাপতি আনন্দবাজারকে বলেছেন, ‘ফুটবলারদের নাম পাঠানোর শেষ তারিখ ছিল ৩১ জুলাই। যাঁরা অ্যাক্রিডিটেশন কার্ড পেয়ে গিয়েছেন, তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা পাননি, তাঁদের ই-অ্যাক্রিডিটেশন থাকতে হবে। তা না হলে হ্যাংঝুুতে এশিয়ান গেমসের ভিলেজে প্রবেশ করতে পারবেন না। এই ১২ জনের ই-অ্যাক্রিডিটেশন এখনও আসেনি।’ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আবার বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর আমাদের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে। চেষ্টা করছি রবিবার দলের সঙ্গেই ওঁদের পাঠানোর।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*