এমএলএস অভিষেকেই মেসি ম্যাজিক; জয়ে ফিরলো মায়ামি


ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে অভিষেকেই দারুণ এক গোলে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসকে ইন্টার মায়ামি হারিয়েছে ২-০ গোলে। লিগে ১১ ম্যাচ জয়হীন থাকা ইন্টার মায়ামি মেসি ম্যাজিকে প্রায় সাড়ে ৩ মাস পর পেলো পূর্ণ পয়েন্টের দেখা।

মায়ামির হয়ে এর আগে আট ম্যাচ খেলেছেন মেসি। দলকে একটা শিরোপা এনে দিয়েছেন, আরেক টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন। টানা খেলার ধকল কাটাতে তাই লিগের প্রথম ম্যাচে মেসিকে বিশ্রাম দেয়া নিয়ে ছিল গুঞ্জন। কোচ জেরার্ড মার্টিনো সেরকম ইঙ্গিতও দিয়েছিলেন। মূল একাদশে মেসিকে রাখার ঝুঁকি যেমন তিনি নেননি, তেমনি স্কোয়াডে না রাখার ঝুঁকিও পাশ কাটিয়ে গেছেন মার্টিনো। কারণ, মেসির খেলা দেখার জন্য নিউইয়র্কের স্টেডিয়ামেই কেবল নয়, ভিড় জমেছিল মাঠের বাইরেও। টাইমস স্কয়ারে কয়েক হাজার মেসি সমর্থক অপেক্ষায় ছিলেন মেসির জাদু দেখার। আর, আর্জেন্টাইন মায়েস্ত্রোও তাদের নিরাশ করেননি।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ সৃষ্টিতে খুব একটা পারদর্শিতা দেখাতে পারেনি মায়ামি। ম্যাচের প্রথম ৩০ মিনিট প্রতিপক্ষের গোলবারে কোনো শটই নিতে পারেনি মায়ামি। তবে, ৩৬ মিনিটে গোল করেন মায়ামির প্যারাগুইয়ান মিডফিল্ডার গোমেজ।

৬০ মিনিটে মেসিকে মাঠে নামান মায়ামি কোচ। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মায়ামি। বেশ কয়েকটি গোলের সুযোগও সৃষ্টি করেন মেসি। ৮৭ মিনিটে ডি বক্সের বাইরে একটি ফ্রি কিকও আদায় করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকা। কিন্তু মেসির ফ্রি কিক বাধা পায় রেড বুলসের রক্ষণ দেয়ালে।

তবে, সে যাত্রায় লক্ষ্যভেদ না হলেও গোলটা ঠিকই পেয়েছেন মেসি। ৮৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জর্ডি আলবাকে বল বাড়ান সার্জিও বুসকেটস। আলবার দুর্দান্ত পাস আয়ত্তে নেন মেসি। প্রতিপক্ষের ৩ ডিফেন্ডারকে দর্শক বানিয়ে বা পায়ের আলতো টোকায় মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানিতে থাকা ইন্টার মায়ামি এক ধাপ ওপরে উঠে এসেছে। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।

/এম ই





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*