একদম শূন্য থেকে শুরু করতে হবে- খারাপ ফর্ম কাটিয়ে দৃঢ় ভাবে ফেরার অঙ্গীকার পিভি সিন্ধুর – I need to start from the beginning again


শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রমতালিকায় প্রাক্তন দুই নম্বর ভারতীয় শাটলার পিভি সিন্ধুর লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স। এই অলিম্পিক্সে ভালো ফল করাই লক্ষ্য তাঁর। ভারতের হয়ে দুই বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার চলতি বছরে একেবারেই ভালো ফর্মে নেই। সাত সাতটি টু্র্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই হেরে ছিটকে গিয়েছেন তিনি। ভারতের কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোনেরও সাহায্য নিয়েছেন ফর্মে ফিরতে। কয়েক দিন আগেই তাঁর আ্যাকাডেমিতে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে। সম্প্রতি তিনি নিয়োগ করেছেন নয়া কোচ। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মহম্মদ হাফিজ হাসিম নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সিন্ধুর। এমন আবহে একেবারে শূন্য থেকে শুরুর কথা জানিয়েছেন সিন্ধু। খারাপ ফর্ম কাটিয়ে তাড়াতাড়ি ফর্মে ফেরারও অঙ্গীকার করেছেন তিনি।

মাত্র দুই বছর আগেই টোকিয়ো অলিম্পিক গেমস থেকে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এর পর থেকেই ধীরে ধীরে ফর্ম হারাতে থাকেন। পড়েন চোটের কবলেও। দীর্ঘ দিন তাঁকে কোর্টের বাইরে থাকতে হয়। কোর্টে ফেরার পরেও তাঁর পুরনো ছন্দ ফিরে পাননি তিনি। তাঁর গোড়ালির চোট থেকে ফেরার পরে কোর্টে তাঁর মুভমেন্টে সমস্যা ধরা পড়েছে বারবার। একটু শ্লথগতিরও মনে হয়েছে তাঁকে। তবে সব কিছু বদলে ফেলতে অঙ্গীকারবদ্ধ সিন্ধু। সেই কথাই উঠে এল‌ তাঁর কথাতে। গলায় ধরা পড়ল দৃঢ়তা।

বিষয়টি নিয়ে বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে সিন্ধু বলেন, ‘ক্যারিয়ারে হোক বা জীবনে এমন পরিস্থিতি আসে, যখন একেবারে শূন্য থেকে শুরু করতে হয় আমাদের। যখন কোনও কিছুই একেবারে ঠিক ভাবে হয় না। আমি সেই পর্যায়টা কাটিয়ে ফেরার চেষ্টা করছি। আমার লড়াই আমি প্রতিদিন চালিয়ে যাচ্ছি। কারণ কঠোর অনুশীলন, পরিশ্রম করতেই হবে। এর কোনও বিকল্প পথ নেই। ফলে আমি যদি ফের ফর্মে ফিরতে চাই, শীর্ষে উঠতে চাই আমাকে এইগুলো করতেই হবে। এর কোনও বিকল্প নেই। যদি জেতার খিদে, মোটিভেশন থাকে তাহলে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।’

তিনি আরও জানান, ‘অনেক সময়ে যখন ম্যাচ শেষ হয় আমি ইমোশনাল হয়ে পরি। কান্নাকাটিও আমি করেছি। হয়তো কোর্টে নামলে আমি আলাদা একটা মানুষ হয়ে যাই। তবে এটাও ঠিক উপলব্ধিগুলো বোঝা উচিত। সেই উপলব্ধিকে বাইরে বের করা উচিত। এক একটা সময় আসে যখন আমার কোনও কিছুই ভালো লাগে না। আমি তখন আমার বন্ধুদের বলি কোনও কিছুই যেন ঠিক হচ্ছে না। আমি কোনও কাজেই সাফল্য পাচ্ছি না। জীবনে এমন মানুষ দরকার, যারা এই সময়ে মোটিভেট করবে। বলবে ঠিক আছে । চিন্তা কোরো না। আমরা তোমার পাশে আছি। আমরা জানি, তুমি আরো দৃঢ় ভাবে ফিরে আসবে। এই কথাগুলো খুব ক্ষুদ্র হলেও এর গুরুত্ব অপরিসীম।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*