এই 5টি বড় প্লেয়ার সুযোগ পেল না T20 বিশ্বকাপে ভারতের

এটা কোথায় আপনারা জানেন অবশ্যই T20 World Cup  জন্য ভারতীয় দল ঘোষণা হতে চলেছে। যেখানেই 5 প্লেয়ার সুযোগ পেলেন না এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু অনেক জন ভেবেছিল এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে যাবে তারা। যারা আইপিএলে কিন্তু ভালো পারফরম্যান্স করেছে এছাড়াও আপনারা মনে করেছিলেন হয়তো সুযোগ পেতে পারে এসব পেলেয়ার কিন্তু সুযোগ পায়নি তাদের ভাগ্য খারাপ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আমাদের এখানে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদেরকে ফলো  রাখুন। 

এখানে আপনাদেরকে জানিয়ে দেয় প্রথমে যার নাম চলে এসেছে নটরাজন, এছাড়াও কিন্তু দেবদূত পডিকল হয়তো ওপেনার হিসেবে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু তিনিও সুযোগ  পাইনি, এছাড়া পৃথি সাও দিল্লি ক্যাপিটালস হয় ভালোভাবে এবছর আইপিএল কাটিয়েছিলেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও কুনাল পান্ডিয়া নাম চলে আসে জারা অবশ্যই সুযোগ পাওয়া দরকার ছিল এছাড়াও কুলদীপ যাদব । হয়তো এই কয়েকটি পেলেয়ার কে এর মধ্যে কিছু কিছু প্লেয়ারকে সুযোগ পেয়ে যেত বা হয়ত দেওয়া হয়নি কিন্তু এরা কিন্তু ভালো পারফরম্যান্স করেছে আইপিএলে আশা করা যায় আইপিএলে ভালো করবে । এবং তারা ভারতীয় দলে আবারো সুযোগ করে নেবে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান এবং এরকম ধরনের খবর পাওয়ার জন্য আমাদের ফলো করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*