
PSG পরবর্তী ম্যাচ কবে হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি এছাড়াও নেইমার কে নিয়ে একটা বড় আপডেট আছে। প্রথমে জানা যাক মেসির পরবর্তী ম্যাচ কবে এই ম্যাচটি হচ্ছে PSG VS LENS যেখানে 5ই ডিসেম্বর লিগ ওয়ানের ম্যাচ। যেখানে ভারতীয় সময় এই খেলাটা শুরু হচ্ছে মধ্যরাত 1:30 থেকে এবং বাংলাদেশ সময় অনুযায়ী এই খেলাটি শুরু হচ্ছে মধ্যরাত 2টা থেকে। আপনার সরাসরি এই ম্যাচটি লাইভ দেখতে পাবেন তো অবশ্যই আপনারা নিচে কমেন্টে বলবেন না যে কে জিততে পারে এই ম্যাচে।
এবার আপনাদেরকে জানাই যে এই ম্যাচের নেইমারকে নিয়ে আপডেট কি কি আসছে। যেখানে পরের ম্যাচের নেইমারকে তো দেখা যাবে না এটা পুরোপুরি ভাবে কনফার্ম। তার ওপরে শোনা যাচ্ছে নেইমারের চোটি আরো বেশি গুরুতর। যেখানে আরো একমাস পরে নেইমারকে হয়তো মাঠে দেখা যেতে পারে। তাও এখনো পুরোপুরি ঠিক নয় চিন্তার বিষয় হয়ে গেছে এখানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গুলি নিয়ে। তো অবশ্যই আপনাদের নিচে কমেন্টে জানান যে আপনাদের মতামত কে কি বলছে।
Leave a Reply