উরুগুয়ে ও ভেনেজুয়েলা ম্যাচের জন্য ব্রাাজিলের দল ঘোষণা, ফিরছেন ভিনি


বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে আগামী মাসে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছে সেলেসাওরা। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। ইনজুরির কারণে ম্যাচ দুইটি মিস করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরিয়ে কাটিয়ে ঘোষিত দলে ফিরেছেন তিনি। গত দুই ম্যাচে বাজে খেলে সমালোচিত হওয়া রিচার্লিসন দলে জায়গা পেয়েছেন।

১৩ ও ১৮ অক্টোবর ভেনেজুয়েলা ও উরুগুয়ের মুখোমুখি হবে নেইমাররা। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা। আর উরুগুয়ের বিপক্ষে আতিথ্য নেবে ব্রাজিল।

দলে জায়গা হয়নি বান্ধবীকে নির্যাতন করার অভিযোগ ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্তোনির। বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও লেফটব্যাক অগাস্তো।

ইনজুরি থেকে না ফেরায় দলে সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ সেন্টারব্যাক এডার মিলিতাও। দলে জায়গা হয়নি চেলসির সেন্টার ব্যাক থিয়াগো সিলভারও।

ব্রাজিল স্কোয়াড:

ফরোয়ার্ড: নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, মাথিয়াস কুনহা, রাফিনহা, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা ও গারসন।

ডিফেন্ডার: দানিলো, রেনান লদি, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, মার্কুইনহোস, নিনো, ভেন্ডারসন ও কাইও হেনরিক।

গোলরক্ষক: এডারসন, অ্যালিসন ও লুকাস পেরি।

/এমএইচ/এমএন





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*