ইস্টবেঙ্গল সমর্থকদের উপর আক্রমণের কারণ কী? মুখ খুললেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত


ডুরান্ড কাপ ২০২৩ ফাইনালের পর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মোহনবাগান সমর্থক জোর করে একজন ইস্টবেঙ্গল সমর্থকের জার্সি ছিঁড়ে দিচ্ছেন। এরপর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে ক্লাব এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত।

ডুরান্ড কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনাল তারা ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করেছে। মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। চলতি মরশুমের প্রথম ডার্বিতে এই একই ব্যবধানে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরেই দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকদের আহত হতে দেখা যায়। এরপরে সাংবাদিক সম্মেলন করে লাল হলুদ কর্তারা বলেছিলেন যে এমন ঘটনার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের কাছে জানানো হবে। পাশাপাশি আহত সমর্থকদের চিকিৎসার যাবতীয় খরচ ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এদিকে মোহনবাগান ক্লাবের কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল, কোনও ক্লাবের সমর্থককেই এভাবে আক্রমণ করা উচিত নয়।

এই ঘটনার প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, ‘ইস্টবেঙ্গলের এই প্রেস কনফারেন্সটা প্রথম ডার্বি ম্যাচ জয়ের পরই করা উচিত ছিল। ওদের কার্যনির্বাহী সমিতির একজন সদস্য প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন, যে কারণে আজ ফেসবুকে তিনি ক্ষমাও চেয়েছেন। ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই অন্যায়টা ও গত মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আগে করেছিল। ম্যাচের পরই যদি একটা প্রেস কনফারেন্স করে এই ব্যাপারে একটা বিবৃতি দিত, তাহলেই ব্যাপারটা মিটে যেত।’ এই ঘটনার প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, ‘ক্লাবের সচিবকে এমন ভাষায় আক্রমণ করলে সেটা কখনই মোহনবাগান সমর্থকেরা মেনে নিতে পারবে না। পাশাপাশি যেভাবে ওরা মোহনবাগান ফুটবলারদের, বাসকে এবং আমাকে সকলের সামনে আক্রমণ করল, তার বিরুদ্ধেও একটা প্রতিবাদস্বরূপ ওদের একটা প্রেস কনফারেন্স করা উচিত ছিল। সেটা ওঁরা করলেন না।’ অর্থাৎ সব বিষয়টা গিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের উপরেই ছাড়লেন বাগান সচিব। তাঁর কথাতে স্পষ্ট যে ভুলটা ইস্টবেঙ্গল কর্তারাই করেছেন।

মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত আরও বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিংবা যদি কোনও আলাপ আলোচনা হয়, তাহলে সেই আলোচনায় আমি রাজি আছি। আমার মনে হয়, পরবর্তী ডার্বি ম্যাচের আগে একটা যৌথভাবে বিবৃতি দেওয়া দরকার। সমর্থকদের মধ্যে এটা কখনই কাঙ্খিত নয়। সেটা মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*