ইউরোপা লিগে রাতে মাঠে নামছে লিভারপুল


ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। অস্ট্রিয়ান ক্লাব লাস্কের আতিথ্য নেবে অলরেডরা।

প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে শীর্ষ চার নিশ্চিত করতে না পারায় ইউরোপা লিগে জায়গা হয় ই্যয়ুর্গেন ক্লপ শিষ্যদের। টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে লাস্কের বিপক্ষে পূর্ণশক্তির দল পাবেনা লিভারপুল। ইনজুরির কারণে খেলা হবে না আলেকজান্ডার আরনল্ড ও থিয়াগো আলকানতারার।

তবে চলতি লিগে দারুণ ছন্দে আছে অলরেডস। সবশেষ ম্যাচে উলভসকে হারিয়ে টেবিলের তিন নম্বরে আছে দলটি।অন্যদিকে অস্ট্রিয়ান প্রিমিয়ার লিগের তিন নম্বরেই অবস্থান লাস্কের। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি।

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*