আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর পরিসংখ্যা কি বলছে কে জিতবে এই ম্যাচ. রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স বনাম আর্জেন্টিনা. তার আগে ফ্যানদের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলছে আজ আমরা দেখে নেবো দুটি দলের পরিসংখ্যান. আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান এর দিক থেকে কোন দল বেশি এগিয়ে.

 

  • আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

    • মোট দুটি দল মুখোমুখি হয়েছে-12টি ম্যাচ
    • আর্জেন্টিনা জিতেছে- 6টি ম্যাচ 
    • ফ্রান্স জিতেছে- 3টি ম্যাচ 
    • ড্র হয়েছে- 3টি ম্যাচ 
    • গোল করেছে- আর্জেন্টিনা 15 টি গোল করেছে | ফ্রান্স 11টি গোল করেছে 

 

2018 সালে Argentina vs France শেষবার মুখোমুখি হয়েছিল নকআউট পর্বে সেই শেষ ষোলতে. যেখানে আর্জেন্টিনা অবশ্যই ম্যাচেই হেরেছিল যেখানে আর্জেন্টিনা  4-3 গোলে হেরে গিয়েছিল. কিন্তু এবার আর্জেন্টিনা পুরো সম্পূর্ণ আলাদা দল হয়ে গেছে শেষবারের বিশ্বকাপের দল থেকে.

 

আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ 2022 এর ফাইনাল কে জিতবে অবশ্যই নিজে কমেন্টে জানান আজ আমরা সমীকরণ হিসেবে দেখে নেব. আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল অবশ্যই বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল হতে চলেছে আপনাদেরকে জানাই . তার কারণ এই ম্যাচটি শেষ ম্যাচে আর্জেন্টিনার জার্সি হয়ে ডি মারিয়া ও মেসি তো তারা চাইলে অবশ্যই বিশ্বকাপ কে জিতে . অন্যদিকে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স এবং তারা এ বছরও চাইলে ফাইনালে যখন উঠেছে তারা পরপর দুবার জিতে বিশ্বরেকর্ড গড়তে.

 

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল কে জিতবে

 

2 Trackbacks / Pingbacks

  1. আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল কে জিতবে
  2. আর্জেন্টিনা বনাম ফ্রান্স ভবিষ্যৎবাণী ফাইনাল

Leave a Reply

Your email address will not be published.


*