
শেষ পর্যন্ত 0-0 গোলের ম্যাচটি ড্র হয় আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে ম্যাচ টি
দুই দিক থেকে অ্যাটাক করলেও কেউ গোল দিতে পারে না কিন্তু আজকের ম্যাচে অবশ্যই দুটির দলের গোলকিপার সেরা গোলকিপার এককথায়
- 82 মিনিটের মাথায় পাপ্পু গোমেজের দুর্দান্ত শর্ট কিন্তু প্যারাগুয়ের গোলকিপার সেভ করে দিল
- 66 মিনিটের মাথায় পাপ্পু ঘুমে থেকে মাঠে নামলেন তাছাড়া গুইডো রডরিগেজ মাঠে নামলেন যেখানে মাঠ থেকে তুলে দিলেন রড্রিগো ডিপল এবং অ্যাঞ্জেল ডি মারিয়া কে
- 63 মিনিটের মাথায় দুর্দান্ত সেভ দিলেন এমিলিয়ানো মার্টিনেজ
- 55 মিনিটের মাথায় মেসির দুর্দান্ত ফ্রি-কিক কিন্ত গোলপোস্টে উপর দিয়ে গেল
- 44 মিনিটের মাথায় দুর্দান্ত সেভ করলে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ হেড দিয়ে
- ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ডিফেন্স করছে এখানে আর্জেন্টিনার ডিফেন্ডার রা যেখানে তারা কোনমতেই গোল দিতে দিচ্ছেন না এই প্যারাগুয়েকে
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ম্যাচে অক্টোবর আবার আর্জেন্টিনার ম্যাচ শুরু হচ্ছে যেখানে 8 অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামছে।
Leave a Reply