আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান বিশ্বকাপ 2022

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান

Argentina vs Poland আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে যে দলটা জিতবে সেই দলই কিন্তু শেষ পর্যন্ত নকআউট পর্বে উঠবে. তো আজ আমরাই আলোচনা করতে চলেছি আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে পরিসংখ্যান . 11 টি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং পোল্যান্ড যেখানে আর্জেন্টিনা জিতেছে 6 ম্যাচ পোল্যান্ড জিতেছে 3টি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে. অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই শক্তিশালী তে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা. এই ম্যাচটি কিন্তু আমরা একটু অন্যরকম দেখতে পাব তার কারণ এ ম্যাচটি নকআউট ম্যাচে বলা যেতে পারে. যদি এই ম্যাচটা ড্র হয় তাহলে কিন্তু আর্জেন্টিনার ওঠার নকআউটে সুযোগ অনেকটাই কমে যাবে.

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে আমার তো মনে হচ্ছে মেসি আর্জেন্টিনা জিতবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান. যেখানে এই ম্যাচটি 1 ডিসেম্বর বাংলাদেশের সময় অনুসারে রাত 1টা থেকে শুরু হচ্ছে অন্যদিকে ভারতের সময় অনুসারে মধ্যরাত 12:30 থেকে শুরু হচ্ছে. যদি আপনারা মুখোমুখি কিংবা শক্তিশালী দেখেন তো এখানে অবশ্যই আর্জেন্টিনা অনেকটা এগিয়ে তবে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তাহলে কিন্তু একটি দল যদি হাল ছেড়ে দেয় ভয় পেয়ে যায় তাহলে কিন্তু হেরে যেতে পারি সেই দলটি.

 

আর্জেন্টিনার খেলা যেভাবে লাইভ দেখবেন

1 Trackback / Pingback

  1. আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ বিশ্বকাপ ২০২২

Leave a Reply

Your email address will not be published.


*