
Argentina vs Jamaica হন্ডুরাসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ খেলতে নামতে চলেছে. বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ফ্রেন্ডলি প্রস্তুতি ম্যাচ খেলছে সেপ্টেম্বরে আর্জেন্টিনার রয়েছে দুটি ম্যাচ. যেখানে ইতিমধ্যে একটি ম্যাচ খেলা হয়ে গেছে এবং একটি ম্যাচ বাকি আছে হন্ডুরাসের বিপক্ষে 3-0 জিতেছে আর্জেন্টিনা. আর্জেন্টিনা বনাম জ্যামাইকা এই ম্যাচটি প্রিভিউ এবং কোন দল বেশি শক্তিশালী আজ আপনাদেরকে জানাতে চলেছি.
আর্জেন্টিনা বনাম জামাইকা এই ম্যাচটি হতে চলেছে 28 সেপ্টেম্বর বাংলাদেশের সময় অনুসারে সকাল 6টা থেকে এবং ভারতের সময় অনুসারে ভোর 5:30টা থেকে. আর্জেন্টিনা বনাম জ্যামাইকা ম্যাচটি আমার তো মনে হচ্ছে অবশ্যই এখানে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা দেখছি তার কারণ এখানে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে . তো আপনাদের মতামত একি বলছে কে জিতবে এবং আর্জেন্টিনা বিশ্বের ফিফা রেংকিং এর তিন নম্বর স্থানে আছে. অন্যদিকে জামাইকার কথা বলা হতো ফিফা র্যাংকিংয়ে 64 নম্বরে আছে .
Leave a Reply