
Argentina vs Uruguay এই ম্যাচটির দিকে অবশ্যই অনেক আর্জেন্টিনার ফ্যানরা তাকিয়ে আছে আপাতত। আজ আমরা দেখে নেবো এই ম্যাচটি কবে কোথায় এছাড়াও কোন দল বেশি শক্তিশালী হতে চলেছে জিতবে কোন দল। আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ টি 13 নভেম্বর বাংলাদেশের সময় ভোর 5 টায় এবং ভারতীয় সময় ভোর 4:30 সরাসরি আপনারা লাইভ দেখতে পাবেন।
এবার আসা যাক এই দুটি দলের মধ্য কোন দল বেশি শক্তিশালী। আপনাদেরকে জানিয়ে দেই শেষ দুই বার যখন আর্জেন্টিনা ও উরুগুয়েকে মুখোমুখি হয় শেষ দুটি ম্যাচে কিন্তু জিতেছে এখানে আর্জেন্টিনা। যেখানে শেষমেশ তারা বিশ্বকাপের বাছাইপর্বে ছিল সে খানে আর্জেন্টিনা জিতে আপতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে পয়েন্ট টেবিলে বিশ্বকাপের বাছাইপর্বে 6 নম্বর স্থানে আছে উরুগুয়ে বারোটি ম্যাচ খেলছে। আর্জেন্টিনার এটি 12 নম্বর ম্যাচ এবং উরুগুয়ের এটি 13 নম্বর ম্যাচ হতে চলেছে বিশ্বকাপের বাছাইপর্বে। তো আমার তো মনে হচ্ছে এই ম্যাচে আর্জেন্টিনা জিতে নেবে অবশ্য আপনাদের মতামত নিচে কমেন্টে জানান ।
Leave a Reply