আবারও ডাচ আধিপত্যে নতজানু প্রোটিয়ারা


ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে পরাজয়ের তেতো স্বাদ পেলো আকাশে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ- সেই নেদারল্যান্ডস; জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাদের বিপক্ষে চোক করেছিল তারা। এবারের হারটা ৩৮ রানের ব্যবধানে। যদিও স্কোরবোর্ড পুরোপুরি স্পষ্ট করতে পারছে না রানা তাড়া করতে নেমে ডাচ বোলারদের আধিপত্যের কাছে কতটা নতজানু ছিল প্রোটিয়ারা।

বৃষ্টির হানায় ৪৩ ওভারে নির্ধারিত হওয়া এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কট এডওয়ার্ডসের ব্যাটের ওপর ভর করে ২৪৫ রানের লড়াকু পুঁজি পায় ডাচরা। লক্ষ্য তাড়া করতে নেমে ডাচ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। ডেভিড মিলার কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হার এড়াতে পারেনি বাভুমার দল। ১ বল বাকি থাকতেই ২০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারালো নেদারল্যান্ডস।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ধরমশালা ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের দেয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা দেখেশুনে শুরু করলেও অষ্টম ওভারে ছন্দপতন শুরু হয় তাদের। অষ্টম ওভারের শেষ বলে দলীয় ৩৬ ও ব্যক্তিগত ২০ রানে কলিন অ্যাকারম্যান শিকার হন গত দুই ম্যাচের সেঞ্চুরি করা ডি কক। ইনিংসের দশম ওভারের প্রথম বলে রলফ ভ্যান ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৬ রান করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

এরপর ইনিংস বড় করতে পারেননি এইডেন মার্করাম। মাত্র ১ রান করেই পল ভ্যান মিকেরেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

বিস্তারিত আসছে…

/আরআইএম





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*