আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় জানালেন সাকিব


ক্রিকেটের সব থেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। আসন্ন টুর্নামেন্টে দলের অধিনায়কত্ব করবেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের ক্রিকেট নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমে নানান প্রশ্নের জবাব দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আলোচনার এক পর্যায়ে ক্রিকেট থেকে অবসর কবে নিবেন সে বিষয়েও জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, আমি যদি দেখি, আজকে এখন এই অবস্থায় বলছি, ওডিআই থেকে অবসর নেয়ার জন্য ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় নেয়ার ইচ্ছা আমার।

টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসরের টার্গেট আরও আগে। ২০২৪ সালের এর ওয়ার্ল্ড কাপ খেলে বিদায় নিতে চান তিনি। আর টেস্টের বিষয়ে সাকিব বলেন, খুব শীঘ্রই। সেটা হতে পারে বিশ্বকাপের পরেই। তবে ফরম্যাট অনুযায়ী একেক করে খেলা ছাড়লেও তিন ফরম্যাট থেকে এক সাথেই অবসরের ঘোষণা দিবেন এমনটাই জানিয়েছেন তিনি।

/এমএইচ





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*