আই লিগের নয়া দল কাশীর সঙ্গে প্রস্তুতি ম্যাচে ড্র ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের


এবারের আইলিগে নতুন দল হিসাবে যুক্ত হয়েছে উত্তরপ্রদেশের ক্লাব ইন্টার কাশী। আসন্ন আই লিগে খেলতে দেখা যাবে এই ক্লাবকে। এই মুহূর্তে কলকাতায় তারা প্রাক মরশুম প্রস্তুতি সারছে। নতুন দল ইন্টার কাশী ঠিক কেমন তা হয়তো অনেকেই জানে না। জানার কথাও নয়। কারণ এই প্রথমবার তারা আই লিগে খেলতে নামছে। অচেনা এই দলটি কেমন হতে তা না জানলেও, কলকাতার এক প্রধানকে আটকে দিয়েছে তারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে তারা আটকে দিয়েছে।

প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে নিউটাউনের ন্যাশনাল এক্সিলেন্স অফ ফুটবল ক্যাম্পাসে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল রিজার্ভ দল এবং ইন্টার কাশী। আর সেই ম্যাচ যখন শেষ হয়, তখন ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। ফলে এটা বোঝা গিয়েছে ভারতীয় ফুটবলে চমক দিতে প্রস্তুত উত্তরপ্রদেশের এই ক্লাবটি। প্রস্তুতি ম্যাচ হলেও ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ড্র মোটেই সহজ কাজ নয়। ফলে লাল-হলুদকে হারিয়ে কিছুটা হলেও আভাস দিয়ে রাখল তারা।

এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন পেকা। এবং ইন্টার কাশীর হয়ে গোল করেন ইশান দে। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ১-১। এই মুহূর্তে ইন্টার কাশী প্রাক মরশুম প্রস্তুতির জন্য কলাকাতায় উপস্থিত রয়েছে। জানা গিয়েছে আরও বেশ কিছু দল কলকাতায় তাদের প্রাক মরশুম শিবির চালাবে। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ এফসিও। তারাও কলকাতায় বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।

নতুন মরশুম শুরু হওয়ায় আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে যেমন ব্যস্ত আই লিগের ক্লাবগুলি। ঠিক তেমনই, নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে ফ্রেন্ডলি ম্যাত খেলছে তারা। পাশাপাশি এও জানা গিয়েছে উত্তরপ্রদেশের নয়া ক্লাব ইন্টার কাশীতে সই করছেন জ্যাকিচাঁদ সিং। সব কিছু ঠাকঠাক হয়ে গিয়েছে। তবে এটা পরিস্কার যে, এবারের আইলিগে বেশ দাপট দেখাতে চলেছে ইন্টার কাশী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে পারে এবারের আই লিগ। যা চলবে আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*